Agrani Bank Limited
Phone: 02-9551569, 9554497, 9561556, 9553064
Fax: 880-02-9566153-54
Email: agrani@agranibank.org, info@agranibank.org
Name
Farmers Account
Description
কৃষকদেরকে ব্যাংকের দৈনন্দিন কর্মকান্ডের আওতায় নিয়ে আসার জন্য বর্তমান সরকারের এই প্রচেষ্টাকে চলমান প্রক্রিয়া হিসাবে গণ্য করতে হবে । সমগ্র অর্থনৈতিক কর্মপ্রবাহের সাথে দেশের সকল কৃষক জনগোষ্টিকে একীভূত করে সামগ্রিকভাবে Functional Inclusion ঘটাতে হবে। কৃষকদের ১০/- টাকা জমা নিয়ে খোলা সঞ্চয়ী হিসাবে নিম্নরূপ দৃষ্টিতে মূল্যায়ন করতে হবে।
* উক্ত হিসাবকে প্রচলিত সঞ্চয়ী হিসাবের যাবতীয় প্রক্রিয়ার মধ্যে আনায়ন করতে হবে।
* বিদেশে কর্মরত কৃষকদের সন্তান / আত্মীয় স্বজনেরা যেন উক্ত হিসাবে রেমিটেন্স জমা করে সে ব্যাপারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্ধুদ্ধ করন ও প্রচারনা চালাতে হবে ।
* প্রচলিত নিয়মানুযায়ী চেক বই/জমা বই ইত্যাদি চাহিদা মোতাবেক তাদেরকে সরবরাহ করতে হবে।
* সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে কৃষকগণ যে সকল সুবিধা পাবে তা উল্লেখ পূর্বক হিসাব খোলার জন্য তাকে ধন্যবাদ পত্র দিতে হবে।
* ১০/-(দশ) টাকা জমা গ্রহনের মাধ্যমে কৃষকদের খোলা ব্যাংক হিসাবে জমাকৃত অনধিক ১,০০,০০০.০০(এক লক্ষ) টাকা সি'তির উপর প্রযোজ্য আবগারী শুল্ক হতে সরকার অব্যাহতি প্রদান করেছে। এ ছাড়া অত্র বিভাগের পত্র নং পঋবি/হিসাব/৫৭৩/১০ তারিখ ০২-০৬-১০ উল্লেখ আছে যে, কৃষকদের সঞ্চয়ী হিসাবে সার্ভিস চার্জ কর্তনযোগ্য হবে না ।
* কৃষকের এই হিসাবে প্রচলিত সুদের হার থেকে বেশী হারে সুদ প্রদেয় হবে।
অগ্রণী ব্যাংক লিমিটেড অদ্যাবধি ১৩,৪০,০৭০.০০ কৃষকের ১০/- টাকার ব্যাংক একাউন্ট খুলেছে ।
* উক্ত হিসাবকে প্রচলিত সঞ্চয়ী হিসাবের যাবতীয় প্রক্রিয়ার মধ্যে আনায়ন করতে হবে।
* বিদেশে কর্মরত কৃষকদের সন্তান / আত্মীয় স্বজনেরা যেন উক্ত হিসাবে রেমিটেন্স জমা করে সে ব্যাপারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্ধুদ্ধ করন ও প্রচারনা চালাতে হবে ।
* প্রচলিত নিয়মানুযায়ী চেক বই/জমা বই ইত্যাদি চাহিদা মোতাবেক তাদেরকে সরবরাহ করতে হবে।
* সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে কৃষকগণ যে সকল সুবিধা পাবে তা উল্লেখ পূর্বক হিসাব খোলার জন্য তাকে ধন্যবাদ পত্র দিতে হবে।
* ১০/-(দশ) টাকা জমা গ্রহনের মাধ্যমে কৃষকদের খোলা ব্যাংক হিসাবে জমাকৃত অনধিক ১,০০,০০০.০০(এক লক্ষ) টাকা সি'তির উপর প্রযোজ্য আবগারী শুল্ক হতে সরকার অব্যাহতি প্রদান করেছে। এ ছাড়া অত্র বিভাগের পত্র নং পঋবি/হিসাব/৫৭৩/১০ তারিখ ০২-০৬-১০ উল্লেখ আছে যে, কৃষকদের সঞ্চয়ী হিসাবে সার্ভিস চার্জ কর্তনযোগ্য হবে না ।
* কৃষকের এই হিসাবে প্রচলিত সুদের হার থেকে বেশী হারে সুদ প্রদেয় হবে।
অগ্রণী ব্যাংক লিমিটেড অদ্যাবধি ১৩,৪০,০৭০.০০ কৃষকের ১০/- টাকার ব্যাংক একাউন্ট খুলেছে ।
Reviews