Agrani Bank

Agrani Bank Limited

Phone: 02-9551569, 9554497, 9561556, 9553064
Fax: 880-02-9566153-54
Email: agrani@agranibank.org, info@agranibank.org
Name

Farmers Account

Category
Description
কৃষকদেরকে ব্যাংকের দৈনন্দিন কর্মকান্ডের আওতায় নিয়ে আসার জন্য বর্তমান সরকারের এই প্রচেষ্টাকে চলমান প্রক্রিয়া হিসাবে গণ্য করতে হবে । সমগ্র অর্থনৈতিক কর্মপ্রবাহের সাথে দেশের সকল কৃষক জনগোষ্টিকে একীভূত করে সামগ্রিকভাবে Functional Inclusion ঘটাতে হবে। কৃষকদের ১০/- টাকা জমা নিয়ে খোলা সঞ্চয়ী হিসাবে নিম্নরূপ দৃষ্টিতে মূল্যায়ন করতে হবে।

* উক্ত হিসাবকে প্রচলিত সঞ্চয়ী হিসাবের যাবতীয় প্রক্রিয়ার মধ্যে আনায়ন করতে হবে।
* বিদেশে কর্মরত কৃষকদের সন্তান / আত্মীয় স্বজনেরা যেন উক্ত হিসাবে রেমিটেন্স জমা করে সে ব্যাপারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্ধুদ্ধ করন ও প্রচারনা চালাতে হবে ।
* প্রচলিত নিয়মানুযায়ী চেক বই/জমা বই ইত্যাদি চাহিদা মোতাবেক তাদেরকে সরবরাহ করতে হবে।
* সঞ্চয়ী হিসাব খোলার মাধ্যমে কৃষকগণ যে সকল সুবিধা পাবে তা উল্লেখ পূর্বক হিসাব খোলার জন্য তাকে ধন্যবাদ পত্র দিতে হবে।
* ১০/-(দশ) টাকা জমা গ্রহনের মাধ্যমে কৃষকদের খোলা ব্যাংক হিসাবে জমাকৃত অনধিক ১,০০,০০০.০০(এক লক্ষ) টাকা সি'তির উপর প্রযোজ্য আবগারী শুল্ক হতে সরকার অব্যাহতি প্রদান করেছে। এ ছাড়া অত্র বিভাগের পত্র নং পঋবি/হিসাব/৫৭৩/১০ তারিখ ০২-০৬-১০ উল্লেখ আছে যে, কৃষকদের সঞ্চয়ী হিসাবে সার্ভিস চার্জ কর্তনযোগ্য হবে না ।
* কৃষকের এই হিসাবে প্রচলিত সুদের হার থেকে বেশী হারে সুদ প্রদেয় হবে।

অগ্রণী ব্যাংক লিমিটেড অদ্যাবধি ১৩,৪০,০৭০.০০ কৃষকের ১০/- টাকার ব্যাংক একাউন্ট খুলেছে ।

Reviews

This place is where you can write your valuable comment, suggestion, complain or share your views about this banking items. Other people can get the benefit from your input knowing how good/bad this item is. Your valuable feedback will help the bank to refine their products and improve the quality of services.
Comments powered by Disqus